ময়মনসিংহের ফুলপুরে বহুল আলোচিত পৌর যুবলীগের আহ্বায়ক ১ নং ওয়ার্ড কাউন্সিলর সাদেকুর রহমান সাদেক হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পার্শ্ববর্তী উপজেলা হালুয়াঘাটে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল হাসান মিলন ও রেজুয়ানকে গ্রেফতার করে পুলিশ। পরে আজ রবিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অফিসার ইন-চার্জ একেএম মাহবুব আলম।
তিনি বলেন, বাকি আসামিদেরও খুঁজছে পুলিশ।
উল্লেখ্য, গত ৯ মে পৌর শহর থেকে রিকশাযোগে চরপাড়া গ্রামে নিজ বাড়িতে ফেরার সময় রাত সাড়ে ৭টার দিকে চরপাড়া খাদ্য গুদাম সংলগ্ন মহাসড়কের পাশে একদল দুর্বৃত্ত কুপিয়ে হত্যা করে পৌর যুবলীগের আহ্বায়ক ফুলপুর পৌর সভার ১নং ওয়ার্ড কাউন্সিলর সাদেকুর রহমান সাদেককে। এ ঘটনায় সাদেকের মা হাসিনা খাতুন বাদি হয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুল হাসান টিটু, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রাসেল আহাম্মেদ রয়েল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল হাসান মিলন, বিএনপি নেতা মোখলেসুর রহমান ভুলু ও দেলোয়ার হোসেন দেলুসহ ২১ জনের নামে মামলা করলে ১১ মে ৪ জনকে গ্রেফতার করা হয়। ঘটনার পর থেকে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার