কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জে ট্রাক্টরচাপায় মো. ফজলুল করিম খান সানু (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
এসময় তার সঙ্গে থাকা মোটর সাইকেলের অপর আরোহী করিমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা শাহ মো. মাজহারুল ইসলাম গুরুতর আহত হয়েছেন।
রবিবার দিবাগত রাতে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের পৌর এলাকার সখিনার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ফজলুল করিম খান সানু কিশোরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কমিশনার ছিলেন। তিনি সাবেক ঢাকা বিভাগীয় স্পেশাল জজ মো. রেজাউল করিম খান চুন্নুর ছোট ভাই।
স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় করিমগঞ্জ উপজেলা সদর থেকে মোটর সাইকেল করে শহরের বাসায় ফিরছিলেন সানু। এসময় পৌরসভা কার্যালয়ের কাছে সখিনার মোড়ে একটি মালবাহী ট্রাক্টর এসে তার মোটর সাইকেলকে চাপা দেয়।
এতে মো. ফজলুল করিম খান সানুসহ তার সঙ্গে থাকা শাহ মো. মাজহারুল ইসলাম গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সানুকে মৃত ঘোষণা করেন। অপর গুরুতর আহত মাজাহারুলকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক্টরটি আটক করা গেলেও চালককে আটক করা যায় নি।
বিডি-প্রতিদিন/ই-জাহান