ভোলা সদর উপজেলার বাপ্তা ভোটেরঘর এলাকায় জমির বিরোধকে কেন্দ্র করে বড় ভাই ও তার লোকজনের হাতে ছোট ভাই এবং ছোট ভাইয়ের শ্যালক খুন হয়েছে। নিহতরা হচ্ছেন মাসুম (৩০) এবং তার শ্যালক জাহিদ (২৮)।
পুলিশ ও স্থানীয়রা জানায় রবিবার রাত সাড়ে ১১টার দিকে বাপ্তা ভোটেরঘর মাঠে বড় ভাই মামুন লোকজন নিয়ে ছোট ভাই মাসুমের উপর হামলা করে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় মাসুমের সাথে থাকা জাহিদ তাকে বাঁচাতে এলে দুর্বৃত্তরা জাহিদকেও জখম করে।
পরে স্থানীয়রা অাহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ই-জাহান