যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর পায়ের রগ কাটায়ে স্বামী আব্দুল কাদেরকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ৯টার দিকে লালমনিরহাটের আদিতমারী ডিগ্রি কলেজ এলাকা থেকে ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। কাদেরের বাবার নাম সুরজুল ওরফে সুরুজ আলী।
পুলিশ জানায়, ১০/১২ বছর আগে একই উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া গ্রামের সফিয়ার রহমানের মেয়ে শরিফার সঙ্গে আব্দুল কাদেরের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুক হিসেবে দেড় লাখ টাকার জন্য চাপ দেয় কাদের। কয়েক দফায় ১ লাখ টাকা এনে দিলেও চাহিদা মেটেনি কাদেরের। বাকি টাকার জন্য কাদের স্ত্রীকে প্রায় মারধর করতেন।
শনিবার রাতে বাড়ি ফেরার পর দরজা খুলতে দেরি হওয়ার অজুহাতে কাদের তার স্ত্রী শরিফাকে মারধর করে। পরে শরীফা নিজেকে বাঁচাতে সেখান থেকে পালিয়ে পাশে কাদেরের চাচার বাড়িতে আশ্রয় নেয়। রবিবার সকালে খবর পেয়ে মেয়েকে জামাইয়ের বাড়িতে রাখতে গেলে মা ছকিনা বেগগের সামনেই শরিফাকে তার স্বামী, শ্বশুর, শ্বাশুড়ি ও ভাসুররা মিলে মারধর করে। এ সময় আব্দুল বটি দিয়ে শরিফার বাম পায়ে কোপ দেয়। এতে তার পায়ের রগ কেটে যায়।
পরে এ ঘটনায় শরিফার বাবা সফিয়ার রহমান বাদী হয়ে থানায় অভিযোগ করেন। পরে রবিবার রাতে কাদেরকে গ্রেফতার করা হয়। শরিফার মা ছকিনা বলেন, আমাদের অভাবের সংসার তাই বাকি ৫০ হাজার টাকা দিতে পারি নাই। সামান্য অজুহাতে কুপিয়ে শরিফার পায়ের রগ কেটে দিয়েছে কাদের, আমি এ ঘটনার বিচার চাই।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, খবর পেয়ে শরিফাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৪ মে, ২০১৮/ফারজানা