বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে সদর থানা বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় ভিক্টোরিয়া রোডের দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সদর থানা বিএনপি’র সভাপতি এমএ হামিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি সৈয়দ শাহীন, শহর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক শাহীন আকন্দ প্রমুখ।
সমাবেশে থেকে নেতৃবৃন্দরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সকল মিথ্যা মামলা থেকে অব্যাহতি ও সুচিকিৎসার দিয়ে অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়।
বিডি প্রতিদিন/ ১৪ মে ২০১৮/ ওয়াসিফ