কুমিল্লায় এক ডাকাতের গুলিতে দেলোয়ার হোসেন নামে অপর ডাকাত নিহত হয়েছে। সোমবার ভোর রাতে জেলার নাঙ্গলকোট উপজেলার গোমকোট গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ডাকাত দেলোয়ার নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার আহমেদপুর গ্রামের সেলিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার ভোর রাতে নাঙ্গলকোটি উপজেলার গোমকোট গ্রামে প্রফুল্ল চন্দ্র দেবনাথের বাড়িতে ডাকাতদল হানা দেয়। এসময় বাড়ির লোকজনদের চিৎকারে স্থানীয় লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিলে গ্রামবাসী এসে ডাকাত দেলোয়ারকে (২৫) আটক করে গণপিটুনি দেয়। এতে অপর ডাকাতদল তাকে ছিনিয়ে নিতে গুলি চালায়। এসময় ডাকাত দলের গুলিতে ওই বাড়ির বিধান চন্দ্র দেবনাথ, রিগান চন্দ্র দেবনাথসহ তার দুই ভাই এবং আটক ডাকাত দেলোয়ার আহত হন। পরে আহতদের নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে সোমবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ডাকাত দেলোয়ারের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/১৪ মে ২০১৮/এনায়েত করিম