রাজশাহীর গোদাগাড়ী থেকে জেএমবি চার সদস্যকে আটক করেছে র্যাব-৫ এর সদস্যরা। সোমবার বিষয়টি র্যাব-৫ এর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
আটকরা হলেন, গোদাগাড়ীর রমনগর এলাকার আবদুস সালামের ছেলে পিয়ারুল (২০), বারুইপাড়ার কিবরিয়ার ছেলে নাইমুল হক (২২), সাহাবুল (২৪), বেলপুকুরের জুয়েল (২৫)। এসময় বিপুল পরিমাণ জিহাদি বই, লিফলেট ও ডায়েরি উদ্ধার করা হয়।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেএমবি সদস্যরা রমননগর এলাকার একটি বাড়িতে গোপন বৈঠক করছে খবর পেয়ে সেখানে অভিযান চালায় র্যাব। এসময় ওই চারজনকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/১৪ মে ২০১৮/এনায়েত করিম