ভারতের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে দু'দেশের সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ। তবে স্থলবন্দরের ভেতরের কার্যক্রমসহ হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
পানামা হিলি পোর্ট লিংক লিমিটেড'র জনসংযোগ কর্মকর্তা প্রতাব মল্লিক সাংবাদিকদের জানান, ভারতের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে একদিনের জন্য আমদানি-রফতানি বন্ধ রেখেছে ভারতের ব্যবসায়ীরা। এদিকে বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও স্বাভাবিক রয়েছে বন্দরের ওয়ার হাউজে পণ্য উঠা-নামা ও ছাড় করণের কাজ। তবে মঙ্গলবার থেকে বন্দর দিয়ে দু’দেশের মধ্যে পণ্য আমদানি রফতানি বাণিজ্য আবার শুরু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আফতাব হোসেন জানান, ভারতে নির্বাচনের কারণে বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও স্বাভাবিক রয়েছে ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার। তবে মঙ্গলবার থেকে যথারিতি বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার