বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করছে ফরিদপুর জেলা বিএনপি।
সোমবার বেলা সাড়ে ১১টার সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়ার নেতৃত্বে শহরের হোটেল র্যাফেলস ইন এর সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি রকিবউদ্দিন পৌর মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জহিরুল হক শাহজাদা মিয়া।
বিক্ষোভ কর্মসূচিতে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন, সহ-সভাপতি মাজেদ মিয়া, অ্যাডভোকেট গোলজার উদ্দীন মৃধা, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার খায়রুল আনাম, মাসুম দেওয়ান, শাহিন হক, আব্দুল হাকিম, মিজানুর রহমান বাবলু, জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস।
বিডি-প্রতিদিন/১৪ মে, ২০১৮/মাহবুব