সাতক্ষীরায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে দুই শিবির কর্মীকে আটক করেছে। শুক্রবার শহরের কামালনগর এলাকা তাদের নাশকতার মামলায় আটক করা হয়।
আটক শিবির কর্মীরা হলো দেবহাটা উপজেলার মাটিকোমড়া গ্রামের নজির আলী মোড়রের ছেলে লাভলু আক্তার (৩৫) ও আশাশুনি উপজেলার কুড়িকাউনিয়া গ্রামের অমেদ আলীর ছেলে ইউসুফ জামিল (২৫)।
সাতক্ষীরা ডিবি পুলিশের পরিদর্শক জুলফিকার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে ওই দুই শিবির কর্মীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/১৮ মে, ২০১৮/মাহবুব