চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১০০ টাকার ছেঁড়া নোট লেনদেন নিয়ে বাগবিতণ্ডার জেরে হামলার ঘটনায় আহত বাবুল হোসেন (৫৫) নামে এক মুদি দোকানির মৃত্যু হয়েছে। ঘটনার পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে জেলা হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে উপজেলার জালমাছমারী এলাকায় ২১ আগস্ট সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ২১ আগস্ট সকালে বড়চক এলাকার আসাদুল একই এলাকার নজরুলের বিকাশের দোকান থেকে ২ হাজার টাকা উত্তোলন করে। ওসি গোলাম কিবরিয়া জানান, অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।