পাবনার চর ঘোষপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলিগুলির ঘটনা ঘটেছে। এতে এক ব্যাক্তি নিহত এবং গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর ঘোষপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত আজাহার আলীর ছেলে রফিক উদ্দিন (৪২)।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জালাল উদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, চর ঘোষপুর গ্রামের তারেক আলী মন্ডল ও আতিয়ার বিশ্বাসের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। শুক্রবার বিকেলে একটি ক্ষেতে বেগুন লাগানোকে কেন্দ্র করে তারেক মন্ডলের লোকজনের সাথে আতিয়ার বিশ্বাসের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয় সংঘর্ষ ও গুলাগুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে রফিক মারা যায়। এ সময় ১৫ জন গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়। আহতদের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় ১৪ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ও অন্যান্যদের বিভিন্ন স্থানে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ নজরুল ইসলাম ওরফে নজু মন্ডলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
ওসি আরো জানান, এখন পর্যন্ত কোন পক্ষই থানায় লিখিত কোন অভিযোগ দেন নাই।
এদিকে চর ঘোষপুর গ্রামে উত্তেজনা বিরাজ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি পরিদর্শনকালে দাবি করেন, চর ঘোষপুর গ্রামের পরিবেশ বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।
বিডি প্রতিদিন/১৮ মে ২০১৮/হিমেল