টাঙ্গাইলের মির্জাপুরে চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিয়াম (১১) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ মে) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার ডুকলাহাটি লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।
সিয়াম উপজেলার মহেড়া ইউনিয়নের ডুকলাটি গ্রামে তমছের আলীর ছেলে।
মির্জাপুর ট্রেন স্টেশনের স্টেশন মাস্টার নাজমুল হুদা বকুল জানান, বিকেলে ডুকলাহাটি লেভেল ক্রসিংয়ে একটি লেগুনা বিকল হয়ে যায়। এসময় খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন লেগুনাটি ধাক্কা দিলে শিশু সিয়াম ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় লেগুনার চালক রাজু মিয়াসহ (৪০) অপর দুই যাত্রী গুরুতর আহত হন। আহতদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৮ মে ২০১৮/হিমেল