সিরাজগঞ্জ পৌর এলাকায় নির্মাণাধীন ছয় তলা ভবন থেকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে শহরের বিএ কলেজ রোড এলাকায় এডভোকেট কর্ণারের একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো সদর উপজেলার বহুলী ইউনিয়নের বেড়াবাড়ি গ্রামের আয়নালের ছেলে জহুরুল ইসলাম ও একই গ্রামের মোজাম আলীর ছেলে বেলাল হোসেন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ জানান, এডভোকেট কর্ণার এলাকায় আরিফুল, এমদাদুল হক ও আব্দুল কুদ্দুস নামের তিন ব্যাংকারের নির্মাণাধীন ভবনের ৬ষ্ঠ তলার দেয়ালে প্লাস্টারের কাজ করছিলেন শ্রমিকরা। শনিবার সকালে দেয়ালের সাথে টাঙানো রশি ছিঁড়ে ওই দুই শ্রমিক নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মারা যান জহুরুল। গুরুত্বর অবস্থায় অপর শ্রমিক বেলালকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতাল পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিডি প্রতিদিন/১৯ মে ২০১৮/হিমেল/ সালাহ উদ্দীন