রমজান মাসে ঝালকাঠিতে বাজার স্থিতিশীল, খাদ্যে ভেজাল প্রতিরোধ, যানজট নিরসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে পুলিশ সুপারের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ মে) সকালে ঝালকাঠি পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় সাংবাদিক, ব্যবসায়ী, পরিবহণ মালিক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
সভায় পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, ঝালকাঠি চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডস্ট্রিজ এর সভাপতি মাহাবুব হোসেন, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গির আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহামুদ হাসানসহ অনেকে।
সভায় পবিত্র রমজান মাসে সার্বিক নিরাপত্তা ও পারিপার্শ্বিক পরিবেশ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিডি প্রতিদিন/১৯ মে ২০১৮/হিমেল