যশোর-ছুটিপুর সড়কের রুদ্রপুর নামক স্থান থেকে পুলিশ ডালিম হোসেন (৩৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ওয়ান শ্যুটারগান, এক রাউন্ড গুলি ও চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। নিহত ডালিম হোসেন যশোর শহরের শংকরপুর এলাকার সৌরভ হোসেনের ছেলে।
এলাকাবাসী জানায়, নিহত ডালিম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। মাদক ব্যবসা করবেন না বলে তিনি একবার পুলিশের কাছে আত্মসমর্পণও করেন। কিন্তু পরে আবার মাদক ব্যবসা শুরু করেন।
যশোর কোতয়ালী থানার ওসি কেএম আজমল হুদা জানান, যশোর-ছুটিপুর সড়কের রুদ্রপুরে দুদল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধ চলছে এমন খবর পেয়ে রবিবার ভোরে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে এক যুবকের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। ঘটনাস্থল থেকে ইয়াবা, অস্ত্র, গুলি উদ্ধার করা হয় বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/২০ মে, ২০১৮/ফারজানা