খাগড়াছড়ির গুইমারায় ৮০ পিস ইয়াবাসহ মো. রবিন হোসেন (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের হাজীপাড়া গ্রামের বাসিন্দা আলী আহম্মদের ছেলে।
গুইমারা থানার পুলিশ সূত্র জানায়, গতকাল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গুইমারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াসউদ্দিনের নেতৃত্বে গুইমারা উপজেলার জালীয়াপাড়ায় ক্যাফে পিলাকের সামনে মো. রবিন হোসেনকে তল্লাশি করে ৮০(আশি) পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গুইমারা থানার অফিসার ইনচার্জ মো. গিয়াসউদ্দিন বলেন, গুইমারায় মাদকের বিষয়ে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদক কারবারী যেই হোক তাকে আমরা গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসব। গুইমারাকে মাদকমুক্ত করে ছাড়বো। এটাই আমাদের মূল লক্ষ। গ্রেফতারকৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার