নওগাঁর মহাদেবপুরের ভালাইন পাটাপাড়া গ্রামে জমি বিরোধের জেরে ভাতিজা শান্ত রহমানের লাঠির আঘাতে চাচা লুৎফর রহমান (৫০) খুন হয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে লুৎফর রহমান মারা যায়। নিহত লুৎফর ওই গ্রামের মৃত. ছাতের আলীর ছেলে।
মহাদেবপুর থানার ওসি (তদন্ত) আব্দুল মালেক জানান, উপজেলার ভালাইন পাটাপাড়া গ্রামের প্রতিবেশী ভাতিজা শান্ত রহমানের সাথে চাচা লুৎফর রহমানের একখন্ড জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছির। এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার বিকালে উভয়ের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে শান্ত লাঠি দিয়ে লুৎফরকে আঘাত করে। এরপর তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার দুপুরে লুৎফর রহমান মারা যায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার