জামালপুরে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।
নিহতরা হলেন- জামালপুর শহরের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা মোশারফ হোসেন (৪২) ও অজ্ঞাতপরিচয় (৮) একটি শিশু। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বুধবার দুপুর ১২টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের ছনকান্দায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিমুল ইসলাম বলেন, দুর্ঘটনায় নিহতের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও শিশুটির পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন