দিনাজপুর শহরের শশান ঘাট এলাকায় পুর্নভবা নদীতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে নদীর পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত ব্যক্তির (৩৮) লাশের খবর পেয়ে পুলিশ বিকালে উদ্ধার করে।
কোতয়ালী থানার ওসি রেদওয়ানুর রহিম জানান, ওই ব্যক্তির লাশ উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার