সিরাজগঞ্জে র্যাব-১২ সদস্যরা পাবনায় অভিযান চালিয়ে শাহীন আলম (২৮) নামে এক জেএমবি সদস্যকে আটক করেছে।আজ বিকেলে তাকে পাবনার সুজানগর থানায় হস্তান্তর করা হয়েছে।
পাবনার সদর থানার চর আশুতোষপুর মন্ডল গ্রামের শাহজাহানের বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করেন। তার বিরুদ্ধে পাবনার সুজানগর থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। আটক শাহীন আলী চর আশুতোষপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে।
র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্প কমান্ডার সাকিবুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আশুতোষ মন্ডল গ্রামে অভিযান চালিয়ে জেএমবি সদস্য শাহীন আলমকে আটক করে র্যাব-১২ কার্যালয়ে নিয়ে আসা হয়। আজ বিকেলে তাকে পাবনার সুজানগর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার