রাঙামাটিতে টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসছে পাহাড়ি ঢল। আর তাতে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। এমধ্যে তলিয়ে গেছে রাঙামাটি জেলার বাঘাইছড়ি, বিলাইছড়ি, বরকল, লংগদু ও জুরাছড়ি উপজেলার বেশকিছু এলাকা। পানি বন্দি হয়ে পরেছে কয়েক হাজারো মানুষ। তবে তাদের জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে খুলে দেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্র।
অন্যদিকে রাঙামাটিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় বিপদগ্রস্ত হয়ে পরেছে সাধারণ মানুষ। একদিকে পাহাড় ধসের আতঙ্ক। অন্যদিকে পাহাড়ি ঢলে বন্যা। সবমিলে বেহাল অবস্থা পুরো রাঙামাটি জেলায়। পানিবন্দি এলাকাগুলোতে দেখা দিয়েছে বিষুদ্ধ পানি সংকট।
সংশ্লিষ্ট তথ্য সূত্রে জানা গেছে, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে রাঙামাটি জেলার ৪টি উপজেলার নিম্নাঞ্চল। তার মধ্যে সবচেয়ে বেশি পানিবন্দি এলাকার সংখ্যা বাঘাইছড়ি উপজেলায়।
বাঘাইছড়িতে প্লাবিত হয়েছে- মাস্টার পাড়া, পুরাতন মারিশ্যা, মধ্যম পাড়া, বটতলী বাঘাইছড়ি, সারোয়াতলী গুচ্ছোগ্রাম, কলেজ পাড়া, মুসলিম ব্লক, হাজী পাড়া, মাদ্রাসা পাড়া, খেদারমারা, আমতলী ইউনিয়ন, উগলছড়ি ও বটতলী সড়ক। এছাড়া পানিতে ডুবে গেছে পুকুর ও ৬০০ একরের বেশি ফসলি খেত। তলিয়ে গেলে উপজেলা পরিষদের কার্যালয়ও। পানিতে বন্দি রয়েছে উপজেলার প্রায় ২০হাজার মানুষ।
এব্যাপারে বাঘাইছড়ি পৌর মেয়র জাফর আলী খান জানান, পাহাড়ি ঢলে পৌর এলাকার বেশকিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি মানুষদের জন্য আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। তাদের জন্য রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তার ব্যবস্থা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার