দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল পাচারকালে ৩ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৬ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে শত্রুজিৎপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আইসি) মো. জাফর জানান, রাত ২টার দিকে কুচিয়ামোড়া ইউনিয়ন পরিষদের অদূরে আমুড়িয়া বাজারে দুটি ভ্যানে করে ১৬ বস্তা চাল নিয়ে যেতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। এ সময় সেখানে গিয়ে বিক্রয় নিষিদ্ধ লেখা সম্বলিত ৫০ কেজির প্রতি বস্তা হিসেবে ৮শ কেজি চালসহ ভ্যান দুটি আটক করা হয়। সেখান থেকে ভ্যান চালক বাবলু মিয়া, ফুলি মিয়া ও চৌকিদার আবু সুফিয়ানকে আটক করা হয়।
আটক ভ্যান চালক বাবলু জানান, গতরাতে সিদ্দিক ব্যাপারী নামে এক চাল ব্যবসায়ী তাদের রাত তিনটার দিকে গিয়ে ইউনিয়ন পরিষদের গোডাউন থেকে ওই চাল নিয়ে মাগুরায় যেতে বলে। ওই চাল সে জনগণের কাছ থেকে কিনে নিয়েছে বলে জানায়।
ভ্যান চালকেরা তার কথামত চাল আনতে গেলে চৌকিদার সাত্তার গোডাউন খুলে তাদের ১৬ বস্তা মুখ সেলাই করা চাল দিয়ে দেন। সেগুলো নিয়ে চৌকিদার আবু সুফিয়ানকে সাথে নিয়ে রাস্তায় বের হলে আমুড়িয়া বাজারে তাদের আটক করে পুলিশ।
কুচিয়ামোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন জানান, গত বুধবার সারাদিন চাল বিতরণ করি। অবশিষ্ট ১৬ বস্তা আজ বৃহস্পতিবার দেয়া হবে এই মর্মে উপস্থিত সকলের স্বাক্ষর নিয়ে গুদামে রেখে চাবি সচিবের নিকট রেখে আমি চলে আসি। রাত আনুমানিক ২টার দিকে খবর পাই গুদামের চাল পাচারকালে আমুড়িয়ায় বাজারে ৩ জন আটক হয়েছে। আমি এর সুষ্ঠু তদন্তপূর্বক বিচার দাবি করছি।
মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান জানান, সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আটক ও এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম