সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নে ঈদ-উল ফিতর উপলক্ষে ইউনিয়নের ২৪৫০জন দুঃস্থ ও অসচ্ছল পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে চাউল বিতরণ উদ্বোধন করেন কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন ও ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম(মনি)।
সকাল ১১ টার সময় ঈদ-উল ফিতর উপলক্ষে ইউনিয়নের ১৫৭০ জন দুঃস্থ ও অসচ্ছল পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। জয়নগর ইউনিয়ন পরিষদ হলরুমে চাউল বিতরণ উদ্বোধন করেন কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব ফিরোজ আহম্মেদ স্বপন ও ইউপি চেয়ারম্যান শামসুদ্দীন আল মাসুদ বাবু।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন