বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে তার পছন্দানুযায়ী বিশেষায়িত ইউনাইটেড হাসপাতালে ভর্তি করে সুচিকিৎসা ও সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে ঈদুল ফিতরের আগেই মুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা বিএনপি নেতারা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকার নিকট এ স্মারকলিপি প্রদান করেন।
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট ও যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, স্বেচ্ছাসেবক দলের নব নির্বাচিত কমিটির সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, জেলা যুবদলের নব নির্বাচিত কমিটির সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম