গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাসচাপায় অজ্ঞাতপরিচয় (৬৫) এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলার চাপতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সকালে ঢাকা-খুলনা মহাসড়কের চাপতা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন অজ্ঞাত ওই নারী। এ সময় দ্রুত গতির একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ ই-জাহান