বৃহস্পতিবার সকালে সাভারের আনোয়ার জং আশুলিয়া সড়কের বড় আশুলিয়া এলাকার একটি কারখানায় শ্রমিকদের দু'গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ১০ শ্রমিক আহত হন।
শ্রমিকরা এসময় কারখানাটিতে ইট পাটকেল নিক্ষেপ করে ব্যাপক ভাঙচুর করে। পরে খবর পেয়ে শিল্প পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অন্য শ্রমিকরা আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেন।
আশুলিয়ার শিল্প পুলিশের পরিচালক সানা শামিনুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে জানান, যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন