ভালুকা বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন উপলক্ষে সমাজসেবায় উৎসাহমূলক স্বেচ্ছাসেবী সংগঠন অভ্যুদয় এর আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রক্তদানকে উৎসাহ দেওয়ার জন্য ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই দিনটি উদ্যাপন করে। আজ বৃহস্পতিবার সকালে ভালুকা প্রেসক্লাব মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে একটি সচেতনতামূল র্যালী বের হয়ে পুনরায় ভালুকা প্রসক্লাবের সামনে গিয়ে মিলিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ গোলাম মোস্তফা, বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ডাঃ এ.কে.এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, অভ্যুদয় এর উপদেষ্ঠা অধ্যাক্ষ এ.আর.এম. শামছুর রহমান, অভ্যুদয় এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বদরুল আহসান টিপু, প্রভাষক সাইফুল ইসলাম, প্রভাষক ইমরান আহাম্মেদ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অভ্যুদয় সভাপতি মো. আসাদুজ্জামান সুমন, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রিটন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাখাওয়াত হোসেন সুমন, মানবসম্পদ বিষয়ক সম্পাদক হুমাউন আহাম্মেদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক তারিকুল ইসলাম, সদস্য অনিক হাসান, রাশেদ রানা, সুমন্ত রায়, শফিকুল ইসলাম, রিয়াজ মিয়া, মো. রিপন, শফিকুল ইসলাম, মেহিদি হাসান, রনি মিয়া, শাহিন, আমিনুল ইসলাম প্রমুখ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য দেশগুলোতে সরকারি ও বেসরকারিভাবে দিনটি উদ্যাপন করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার