ফরিদপুর শহরের কমলাপুর এলাকায় মঙ্গলবার দুপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, কমলাপুর লালের মোড় এলাকায় জনৈক জালাল মৃধার পুকুর পাড়ে বেলা সাড়ে ১১টার দিকে খেলা করতে যায় জাকির মৃধার সাত বছর বয়সী ছেলে সাফায়েত ও লোকমান হোসেনে ছয় বছর বয়সী কন্যা তাবাসসুম।
এসময় ঘাট পিচ্ছিল থাকায় তারা দুজনেই পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। শিশু দুটির স্বজনেরা খোঁজ না পেয়ে পুকুরে খুঁজতে গিয়ে ডুবন্ত অবস্থায় তাবাসসুমকে প্রথমে উদ্ধার করে। পরে উদ্ধার করা হয় সাফায়েতকে। দ্রুত তাদের ফরিদপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা শিশু দুটিকে মৃত ঘোষণা করে। শিশু দুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন