সাময়িক ঝড়ের আশঙ্কা কেটে যাওয়ায় দেশের সকল সমুদ্র ও নদীবন্দর থেকে সতর্ক সংকেত প্রত্যাহার করা হয়েছে। ফলে মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোর জন্য গভীর সাগরে যাওয়ার নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এমন তথ্য দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, বর্তমানে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর কোথাও ঝড়ো হাওয়ার সম্ভাবনা নেই।
এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। একই সঙ্গে সকল নদীবন্দরেও সতর্কতা তুলে নেওয়া হয়েছে।
ঢাকা ও আশেপাশের এলাকায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার।
আবহাওয়া পরিস্থিতির উন্নতির কারণে দীর্ঘদিন পর গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে ট্রলার ও নৌকাগুলোর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ফলে উপকূলীয় অঞ্চলের জেলেরা আবারও গভীর সাগরে যাত্রা করতে পারবেন।
বিডি প্রতিদিন/মুসা