নওগাঁয় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা মশিউর রহমান বাবু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজা, ইউসুফ ও মারুফ নামে তিনজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। তিনি নওগাঁর ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, ছুরিকাঘাতের খবর পেয়ে সোমবারই তিনজনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও থানায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন