আগামী ১৪ জুলাই শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে বগুড়ায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে সিভিল সার্জনের সভাকক্ষে সভায় বগুড়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
এতে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. শামসুল হক, ডেপুটি সিভিল সার্জন ডা. ওয়াদুদ, ডা. আসফিয়া শারমিন, ডা. রাশিদা সুলতানা। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাব সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, আরিফ রেহমান, সহ-সভাপতি আব্দুস সালাম বাবু প্রমুখ।
সভায় জানানো হয়, আগামী ১৪ জুলাই বগুড়া জেলায় ২৯৪০টি কেন্দ্রের মাধ্যমে ৬-১১ মাস বয়সী ৬১ হাজার ৮৭০ জন শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল, ১২-৫৯ মাস বয়সী ৪ লাখ ২৩ হাজার ১৪১ জন শিশুকে ১টি করে লাাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে বগুড়ার সকল মসজিদ এবং ধর্মীয় উপাসনালয়ে প্রচারণা চালানো হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার