দিনাজপুরের ফুলবাড়ীতে শিশু মিরাজ কাজিম হত্যাকাণ্ডের ঘটনায় চার জনকে আটক করেছে পুলিশ। ৯ জুলাই দিবাগত রাতে তাদের আটক করা হয়। মঙ্গলবার আটক ব্যক্তিদের জেলহাজতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন ফুলবাড়ী উপজেলার পশ্চিম খাজাপুর গ্রামের মৃত মীর উদ্দিন এর ছেলে মমতাজ উদ্দিন (৫২), মমতাজ উদ্দিনের ছেলে মোস্তাফিজুর রহমান (৩২) মোস্তাফিজুর রহমান এর স্ত্রী জেসমিন আরা রুবী (৩০) ও মৃত মীর উদ্দিনের মেয়ে মর্জিনা বেগম (৫৫)।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সুলতান মাহমুদ জানান, প্রাথমিক জিঙ্গাসাবাদে আসামিদের দেয়া তথ্য মোতাবেক হত্যাকাণ্ডের আলামত উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, গত ৯ জুলাই সকাল৭টায় ফুলবাড়ী উপজেলা এলুয়াড়ী ইউনিয়নের পশ্চিম খাজাপুর গ্রামে একটি পুকুর থেকে মিরাজ কাজিম নামে ৫ বছর বয়সী ওই শিশুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শিশু মিরাজ কাজিম পশ্চিম খাজাপুর গ্রামের মাহাবুব কাজির ছেলে।
ফুলবাড়ী থানার ওসি শেখ নাসিম হাবিব বলেন, শিশুটির পিতা মাহাবুব কাজি বাদি হয়ে চার জনকে আসামি করে ওই দিন রাতেই একটি হত্যা মামলা করেছে।
বিডি প্রতিদিন/ফারজানা