চাকরি রাজস্ব খাতে স্থানান্তর ও স্থায়ীকরণের দাবিতে বগুড়ায় এলজিইডির মাস্টার রোল ও বিভিন্ন প্রকল্পের কর্মচারীরা মানববন্ধন করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বগুড়া প্রেস ক্লাবের সামনে এলজিইডি’র বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও মাস্টাররোল কর্মকর্তা-কর্মচারীরা এই মানবন্ধনের আয়োজন করে।
হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট এর আপিল বিভাগের রায় ও মন্ত্রণালয়ের সম্মতি সত্ত্বেও এলজিইডিএর মাস্টার রোলভূক্ত কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ না করায় এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
এলজিইডিতে কর্মরত মাস্টাররোল ও বিভিন্ন প্রকল্পের আওতায় ৩ হাজার ৮২৩ জন কর্মকর্তা ও কর্মচারী বিভিন্ন পদে কর্মরত আছেন। বর্তমান প্রকৌশলী হাইকোর্টের রায়প্রাপ্ত এসব কর্মকর্তা ও কর্মচারীকে এখন পর্যন্ত রাজস্বখাতে অন্তর্ভূক্ত করেনি। মন্ত্রণালয়ের অনুমতি পাওয়া সত্ত্বেও তিনি স্থায়ীকরণ করছেন না। বর্তমান প্রকৌশলী এসব কর্মকর্তা-কর্মচারীকে রাজস্বখাতে না দেওয়ার টালবাহানা করছে। তারা ১০/১২ মাস ধরে বেতন পাচ্ছে না। তারা মানবেতর জীবনযাপন করছে।
মানববন্ধনে এলজিইডি কর্মচারী ঐক্য পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি শামীম আলম ও সাধারণ সম্পাদক আব্দুল গফুর সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। মানববন্ধন থেকে আন্দোলনকারীরা তাদের চাকরি দ্রুত স্থায়ী করার দাবি জানান।
বিডি প্রতিদিন/ফারজানা