নানিয়ারচর উপজেলায় অপহৃত ১৬ জনকে উদ্ধারের দাবিতে রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করেছে নব্য মুখোশবাহিনী প্রতিরোধ কমিটি। মঙ্গলবার ভোর ৬টার দিকে মাঠে নামে অবরোধ সমর্থকরা।
রাঙামটি-কুতুকছড়ি-মহলছড়ি ও খাগড়াছড়ি সড়কে গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচির সূচনা করে সংগঠনটির নেতাকর্মী ও সমর্থকরা। পরে সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে পিকেটিং শুরু করে তারা। এসময় এলাকার তেমন কোন দোকান খুলতে দেখা যায়নি। বসেনি কোন হাটবাজারও। নাশকতা এড়াতে নানিয়ারচর উপজেলায় অতিরিক্ত যৌথবাহিনীর টহল জোড়দার করা হয়। তাই অবরোধ চলাকালে কোথাও কোন ধরণের নাশকতার খবর পাওয়া যায়নি।
এদিকে, সারাদিন নানিয়াচর উপজেলার রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে যানচলাচল বন্ধ থাকায় বিপাকে পরে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। অন্যদিকে সোমবার রাতে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় ফের অস্ত্রের মুখে দুর্বৃত্তরা তুলে নিয়ে গেছে ইউপিডিএফ সমর্থক সাবেক ইউপি মেম্বার স্বপন কুমার চাকমা নামে এক ব্যক্তিকে। এ সব ঘটনায় উত্তেজনা বিরাজ করছে রাঙামাটিতে। ছড়িয়ে পড়ছে চাপা আতঙ্ক।
নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটির সদস্য সচিব পরাণ ধন চাকমা সাক্ষরিত্ব এক বিবৃতিতে জানানো হয়, গত ৮ জুলাই রাঙামাটির নানয়িারচরের বুড়িঘাট ইউনিয়নের হাতিমারা মুখ এলাকা থেকে উপজেলার বিভিন্ন গ্রামের গ্রাম প্রধানসহ ১৬ জন নিরীহ গ্রামবাসীকে এমএন লারমা গ্রুপ (সংস্কারবাদী) ও নব্য মুখোশবাহিনীর সশস্ত্র সন্ত্রাসীরা অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। তার প্রতিবাদে ও তাদের উদ্ধারের দাবিতে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/১০ জুলাই ২০১৮/হিমেল