শেরপুর সদর থানা পুলিশ হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালিয়ে যাওয়া হত্যা মামলার প্রধান আসামি লাভলু মিয়াকে আজ গ্রেফতার করেছে। স্বামীর নির্যাতনে শেফালী বেগম (২৫) নামে এক গৃহবধূকে হাসপাতালে ভর্তি করার পর মারা যাওয়ায় লাশ ফেলে রেখে স্বামী লাভলু মিয়া পালিয়ে যান। নিহত শেফালী সদর উপজেলার হাতি আগলা গ্রামের স্ত্রী ও ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বালিহালা গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে। গত সোমবার সকালে তিনি জেলা সদর হাসপাতালে মারা যান।
হাসপাতাল, পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আড়াই বছর আগে বাসচালক লাভলুর সঙ্গে শেফালীর বিয়ে হয়। তাঁরা সদর উপজেলার কুসুমহাটি বাজারের একটি ভাড়া বাসায় থাকতেন। তুচ্ছ ঘটনায় গত শনিবার সন্ধ্যায় লাভলু স্ত্রী শেফালীকে বেদম প্রহার করে। এতে শেফালী গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় শনিবার রাত সাড়ে নয়টায় লাভলু স্ত্রী শেফালীকে জেলা সদর হাসপাতালে এনে ভর্তি করান। পরে গত সোমবার ভোরে তিনি হাসপাতালে মারা যান। তারপর গ্রেফতার হওয়ার ভয়ে লাভলু পালিয়ে যায়। আজ মঙ্গলাবার বিকালে সদর উপজেলার লছমনপুর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতারের খবর নিশ্চিত করে সদর থানার ওসি(তদন্ত) মো. আবদুল্লা আল মামুন।
বিডি প্রতিদিন/এ মজুমদার