শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরের কসাই পাড়া গ্রামে যৌতুকের দাবিতে কুলসুম বেগম (১৯) নামে এক গৃহবধূর হাত কেটে দেয়ার মামলায় স্বামী লিটনকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে জেলার নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে শেরপুর সদর সার্কেল আমিনুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত এক বছর আগে লিটন মিয়ার সাথে কুলসুম বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে কুলসুমের উপর চাপ দিতে থাকে লিটন। কুলসুম তার স্বামীর যৌতুকের দাবি পুরণ করতে না পারায় কুলসুমকে দিয়ে তার স্বামী দেহব্যবসা করানোর চেষ্টা করে। স্বামীর কথামতো দেহ ব্যবসায় রাজী না হলে গত ১৩ জুন বিকেলে লিটন মিয়া ও তার অন্যান্য ভাইয়েরা কুলসুমের উপর অমানুষিক নির্যাতন চালায়। এক পর্যায়ে লিটন ধারালো দা দিয়ে কুলসুমের ডান হাতের কব্জির উপর থেকে কেটে বিচ্ছিন্ন করে দেয়। তারপর থেকেই কুলসুম ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
চিকিৎসা শেষে গত ৩ জুলাই কুলসুম বেগম বাদি হয়ে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্বামী লিটনসহ ৬ জনের নামে মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার