টাঙ্গাইলের সখীপুরে বাঁশভর্তি ট্রাকের সাথে পিকআপের সংঘর্ষে রতন মিয়া (২৮) নামে এক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোররাতে ঢাকা-সখীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রতন মিয়া বাসাইল উপজেলার করটিয়া কুমুল্লী গ্রামের আমির আলীর ছেলে। তিনি ওই পিকআপের চালক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোররাতে মাছভর্তি একটি পিকআপ সখীপুর হয়ে করটিয়া যাওয়ার পথে ঢাকা-সখীপুর সড়কের প্রতিমা বংকী পুলিশ চেকপোস্টের সামনে পৌঁছালে শ্রমিকদের কল্যাণ তহবিলের টাকা আদাইয়ের জন্য পিকআপটি থামাতে ইশারা দেন কয়েকজন শ্রমিক। এ সময় ঢাকাগামী বাঁশভর্তি একটি ট্রাক দাঁড়ানো ছিল। ওই ট্রাকের পিছন দিক থেকে মাছভর্তি দ্রুতগামী পিকআপটি ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের কাঁচ ভেঙে পিকআপ চালকের বুকে-মুখে বাঁশ ঢুকে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম তুহিন আলী বলেন, ‘লাশ উদ্ধার করে ট্রাক ও পিকআপটি থানায় আটক রাখা হয়েছে।’
বিডি প্রতিদিন/এনায়েত করিম