লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মিতালী বাজার মডেল একাডেমীর প্রধান শিক্ষক রেজাউল করিমকে মারধরের অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেনের বিরুদ্ধে। এ সময় প্রধান শিক্ষকের কক্ষে সভাপতি উপস্থিত থাকলেও তিনি ছিলেন নির্বিকার। আহত প্রধান শিক্ষককে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত চাঁদপুর হাসপাতালে পাঠানো হয়েছে। কথা কাটাকাটির জের ধরে আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, পরীক্ষাসহ অন্যান্য ফি কালেকশান ও বিদ্যালয়ের শ্রেণিসমূহে ইংরেজি গ্রামার ও বাংলা ব্যাকরণ বই নির্দিষ্ট করার কথা বলে পাওয়া টাকা ভাগ-বটোয়ারা নিয়ে এ ঘটনার সূত্রপাত হয়ে বলে জানা গেছে। এ সময় প্রধান শিক্ষক তাঁর অজ্ঞাতে টাকা নেওয়া ও দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় দু'জনের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে প্রধান শিক্ষককে ফ্লোরে ফেলে সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন বেদম মারধর করে বলে অভিযোগ করেন সেই শিক্ষকরা।
তারা আরও জানান, পরবর্তীতে অন্য শিক্ষকরা এসে প্রধান শিক্ষককে উদ্ধার করেন। শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেলেও পায়ের হাটুতে মারাত্মক জখম হন প্রধান শিক্ষক। অবস্থা খারাপ দেখে সাথে সাথেই তাকে চাঁদপুরে পাঠানো হয়। এ ঘটনায় ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা আমাদের অভ্যন্তরীণ বিষয় যা স্কুল ম্যানেজিং কমিটি দেখবে।
প্রধান শিক্ষক রেজাউল করিম গুরুতর অসুস্থ্য থাকায় তার বক্তব্য জানা যায়নি। পরিবারের সদস্যরা মারধরের শিকার হওয়ার বিষয়টি নিশ্চিত করে চিকিৎসায় ব্যস্ত থাকায় কোনো কথা বলতে চাননি।
মিতালী বাজার মডেল একাডেমীর ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. ফারুক হোসেন হাওলাদার বলেন, আমি ঘটনাস্থলে উপস্থিত থাকলেও হঠাৎ করে ঘটনা ঘটে যাওয়ায় কিছুই বুঝে উঠতে পারিনি। ঘটনাটি দুঃখজনক। প্রধান শিক্ষক সুস্থ হয়ে ফিরলে এ ব্যাপারে করণীয় নির্ধারণ করা হবে। সমাধান না হলে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।
রায়পুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, ঘটনাটি তিনি জানেন না। খোঁজ-খবর নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন।
বিডি-প্রতিদিন/১০ জুলাই, ২০১৮/মাহবুব