বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার ২০১৮-১৯ অর্থবছরের ৪২ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌরসভা সভাকক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে মেয়র বেলাল হোসেন আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন।
বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এস এম জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ ফজলুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মাহবুবুর রহমান মুকুল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ গাজীউর রহমান, সাধারণ সম্পাদক আবুল বাসার, প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ আব্দুর রাজ্জাক, সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, শিক্ষক আলহাজ হারেজ উদ্দিন আহম্মেদ, মঞ্জুর রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অসিম কুমার দাস, কাউন্সিলর এস এম কায়কোবাদ প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম