বাগেরহাটের মোরেলগঞ্জে পরিত্যক্ত অবস্থায় একটি হাত গ্রেনেড উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৬ টায় র্যাব ৬ এর একটি দল বহরবুনিয়া ইউনিয়নের সিরাজ মাস্টারের বাজার এলাকার একটি পুকুর থেকে এটি উদ্ধার করেন। গ্রেনেডটির সেপটি পিন ভাঙা রয়েছে।
র্যাব-৬ এর অপারেশন অফিসার লে. কমান্ডার শোয়াইব বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল গ্রেনেডটি উদ্ধার করে। এটি বেশ পুরানো তবে এখনো সক্রিয় আছে। গ্রেনেডটি নিষ্ক্রিয় করার জন্য র্যাব-৬ এর বোমা নিষ্ক্রিয়কারী দলকে ডেকে পাঠানো হয়েছে।
এ বিষয়ে থানার ওসি ঠাকুর দাস মন্ডল বলেন, গ্রেনেড উদ্ধারের ঘটনায় র্যাবের তরফ থেকে একটি জিডি করা হয়েছে। স্বাধীনতা যুদ্ধকালীন কমান্ডার মো. লিয়াকত আলী খান বলেন, এটি ১৯৭১ সালের যুদ্ধকালীন সময়ের হতে পারে। সেপটি পিন ভাঙ্গা হলেও এটি সক্রিয় থাকতে পারে।
বিডি প্রতিদিন/১০ জুলাই ২০১৮/হিমেল