নওগাঁর মান্দায় যাত্রীবাহী একটি বাসের ছাদ থেকে পড়ে আব্দুস সামাদ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার বিকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাতবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সামাদ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার কৃষ্টপুর গ্রামের বাইন উদ্দিনের ছেলে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, নিহত আব্দুস সামাদ নওগাঁ থেকে বাসের ছাদে চড়ে এলাকায় ফিরছিলেন। পথে সাতবাড়িয়া এলাকায় বিদ্যুতের তারের সঙ্গে ধাক্কা লেগে বাস থেকে ছিটকে পড়ে যান তিনি। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ও বাসটি থানা হেফাজতে নেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম