দিনাজপুর শহরের ডায়াবেটিক মোড়ে ট্রাকের চাপায় অমিত রায় নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিনাজপুর শহরের উপশহরের ডায়াবেটিক মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত অমিত রায় (১৪) দিনাজপুর শহরের বালুবাড়ী পানির ট্যাংকি এলাকার অরশিনিক রায়ের ছেলে এবং সে শহরের আলামিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা জানায়, সন্ধার সাড়ে ৭টার দিকে দিনাজপুর শহরের নীমনগর বাসস্ট্যান্ড-মেডিকেল কলেজ হাসপাতাল রোডে মোটরসাইকেলে অমিতসহ দুইজন যাচ্ছিল। এমন সময় মোটরসাইকেল চালক মোবাইলে কথা বলতে বলতে চালাচ্ছিল। ডায়াবেটিক মোড় এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা ট্রাক ধাক্কা দিলে মোটরবাইকের একজন ছিটকে ট্রাকের নীচে পড়ে গেলে তার মৃত্যু ঘটে।
বিডি প্রতিদিন/২৪ জুলাই ২০১৮/হিমেল