নাটোরের লালপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন বিষয়ের সেরা শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান
অতিথি ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ।
সম্মানিত অতিথি ছিলেন নাটোর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম রাব্বী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, সহকারী কমিসনার (ভ‚মি) সাদিয়া আফরীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান, একাডেমিক সুপার ভাইজার সাদ আহম্মেদ শিবলী, শিক্ষক সমিতির সভাপতি হজরত আলী প্রমুখ।
আনুষ্ঠানে ১৪১ জন শিক্ষার্থী ও ৩৩ জন শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয় এবং ১১টি শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।
বিডি-প্রতিদিন/২৪ জুলাই, ২০১৮/মাহবুব