নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় স্ত্রীকে উত্যক্তে বাধা দেয়ায় ঘরে ঢুকে তার স্বামীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
নিহত সাহাব উদ্দিন (৪০) চর আমান উল্লাহ ইউনিয়নের ২৭ দ্রোন গ্রামের নুর মোহাম্ম লেদু মিয়া ছেলে।
নিহতের স্ত্রী আলেয়া বেগম অভিযোগ করেন, একই গ্রামের নুর আলমের ছেলে সাদ্দাম হোসেন তাকে প্রায়ই উত্যক্ত করতো। এনিয়ে তার স্বামী সাহাব উদ্দিন থানায় অভিযোগ দিলে কিছুদিন আগে পুলিশ সাদ্দামকে গ্রেফতার করে। এরপর জেল থেকে বিরিয়ে তাদেরকে হুমকি দিয়ে আসছিল সাদ্দাম। মঙ্গলবার গভীর রাতে সাদ্দাম ও তার সহযোগীরা আলেয়াকে ঘরের মধ্যে বেঁধে রেখে তার স্বামী সাহাব উদ্দিনকে গলাকেটে হত্যা করে।
সুবর্ণচরের চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইকবাল বাহার জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনালে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্ত সাদ্দাম ও তার সহযোগীরা পলাতক রয়েছে।
বিডি প্রতিদিন/২৫ জুলাই ২০১৮/হিমেল