ঢাকা-দিনাজপুর মহাসড়কের চিরিরবন্দরে কার্ভাড ভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দু’চালকসহ ৭ জন আহত হয়েছে। বুধবার সকাল ৭টায় ঢাকা-দিনাজপুর মহাসড়কের চিরিরবন্দরে উপজেলার পুনট্টি ইউনিয়নের উচিৎপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে ওই মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল সাড়ে ১১টায় চলাচল স্বাভাবিক হয়।
আহতদের উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ওইসময় ঢাকা থেকে দিনাজপুরগামী যাত্রীবাহী একটি নাইটকোচ (ঢাকা মেট্রো ব-১৪-৭৮৬২) এবং দিনাজপুর থেকে ঢাকাগামী একটি কার্ভাডভ্যানের (ঢাকা মেট্রো ট-১১-৮৯৯৫) মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় গাড়ির চালকসহ অন্তত ৭ জন আহত হয়।
চিরিরবন্দর থানার ওসি মো. হারেসুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ ছিল। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বিডি প্রতিদিন/২৫ জুলাই ২০১৮/হিমেল