বগুড়া পল্লীতে পাটক্ষেত থেকে অজ্ঞাত এক যুবতীর (১৯) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে সদরের নামুজা ইউনিয়নের পলিপাতার নাগর নদীর পাশে পাট ক্ষেত থেকে লাশটি উদ্ধার হয়। লাশের হাত-পা পাট দিয়ে বাঁধা ছিল।
জানা গেছে, বুধবার সকালে স্থানীয় এক ব্যক্তি পলিপাতারে ঘাস কাটতে গিয়ে পাট ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে ইউপি সদস্য জাহাঙ্গীর আলমকে জানান। নামুজা ইউপি চেয়ারম্যান এসএম রাসেল মামুন বগুড়া সদর থানায় বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে পুলিশ উল্লেখিত স্থান থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার করে।
সদর থানার অফিসার ইনচার্জ এস এম বদিউজ্জামান জানান, অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার করে শজিমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তার মৃত্যু রহস্য উদঘাটনে পুলিশ সদস্যরা মাঠে নেমেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার