পটুয়াখালীর কুয়াকাটায় সাগরে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ রয়েছে। আজ বুধবার দুপুরে নিখোঁজের এ ঘটনা ঘটে। নিখোঁজ যুবক সোহাগকে (৩০) উদ্ধারের চেষ্টা করে আহত হয়েছে তার অপর দুই আত্মীয় মোহসীন ও সোহাগ-২। খবর পেয়ে স্থানীয়রা সাগর থেকে আহতদের উদ্ধার করে কুয়াকাটা হাসাপাতালে ভর্তি করেছে।
নিখোঁজ সোহাগ ঢাকার একটি আবাসন কোম্পানীতে (সেঞ্চুরিয়ান) নির্মান শ্রমিকের কাজ করতো। তার বাড়ি সাভারের আশুলিয়া এলাকায়। আহত অপর দু'জনের বাড়িও একই এলাকায়।
কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের ওসি মো. খলিলুর রহমান জানায়, সোহাগ ও মোহসীন কুয়াকাটায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করার সুবাদে তাদের আত্মীয় নিখোঁজ সোহাগ বেড়াতে আসে কুয়াকাটায়। দুপুরে তারা গোসল করতে সাগরে নামে। এক পর্যায়ে পর্যটক সোহাগ পানিতে ভেসে যায়। তাকে উদ্ধারের চেষ্টাকালে অপর দুইজনও অসুস্থ হয়ে পরে। স্থানীয় লোকজনের সহযোগিতায় ট্যুরিষ্ট পুলিশ তাদেরকে উদ্ধার করে। সোহাগকে উদ্ধারে স্থানীয়রা চেষ্টা চালাচ্ছে। বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কুয়াকটার উদ্যেশ্যে রওনা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার