নরসিংদীর মাধবদীতে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার এজেন্ট হারুন মিয়া (৪২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হৃদরোগ আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। হারুন মিয়া সদর উপজেলার নওপাড়া গ্রামের লতিফ মিয়ার ছেলে।
মঙ্গলবার রাতে হঠাৎ তার বুকে তীব্র ব্যথা উঠে। স্বজনরা তাকে মাধবদী হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় প্রেরণ করে। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকেলে জানাজা শেষে স্থানীয় গোরুস্থানে দাফনের কথা রয়েছে।
বিডি প্রতিদিন/২৫ জুলাই ২০১৮/হিমেল