কিশোরগঞ্জে পপি এলনা প্রকল্পের উদ্যোগে দুদিনব্যাপী প্রশিক্ষকদের প্রশিক্ষণ আজ বিকালে সম্পন্ন হয়েছে। এসোসিয়েশন ফর রুরাল পুওর (আর্প) এর পরিচালক জাহাঙ্গীর ফকিরের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পপি এলনা প্রকল্পের প্রকল্প পরিচালক শেখ কামরুল হোসেন, কারিগরি সমন্বয়কারী এমদাদুল হক, প্রকল্প কর্মকর্তা কানিজ ফাতেমা, প্রকল্প কর্মকর্তা (হিসাব) হারুন অর রশিদ, সাংবাদিক সাইফউদ্দীন আহমেদ লেনিন প্রমুখ।
প্রশিক্ষণের উদ্দেশ্য সম্পর্কে সংশ্লিষ্টরা জানান, কিশোরগঞ্জে মানবিক সহায়তার ওপর রিসোর্স তৈরি করা, যারা আগামীতে সামনে থেকে নেতৃত্ব দিতে পারে। প্রশিক্ষণে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন কনসালটেন্ট রকিবুল খান ও সুলতানা ফেরদৌসী।
প্রশিক্ষণে অংশ নেন পপি এলনা প্রকল্পের লীড অ্যাক্টরস চেতনার নির্বাহী পরিচালক মো. মুসা, ওয়েপ এর নির্বাহী পরিচালক মিজানুর রহমান রিপন, আপো'র নির্বাহী পরিচালক এমদাদুল হক সবুজ, সবার জন্য শিক্ষার নির্বাহী পরিচালক মোবারক হোসেন, র্যাক বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এবাদুর রহমান প্রমুখ।
গত মঙ্গলবার সকালে পপি পার্ট মিলনায়তনে দুদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মোকাররম হোসেন।
অক্সফাম ও পপি এলনা প্রকল্পের সহায়তায় আর্প এ প্রশিক্ষণের আয়োজন করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার